Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৪০জন আহত হয়েছে। গুরুতর আহতদের সুনমগঞ্জ সদর হাসপাতাল, স্থানীয় স্থাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইনাতনগর গ্রামের আব্দুল মছব্বিরের সাথে তার বেয়াই একই গ্রামের আব্দুর রউফের পারিবারিক বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুই পক্ষের সালিস বৈঠক হওয়ার কথা ছিল। সালিস বৈঠকের আগেই দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৪০ জন আহত হয়। খবর পেয়ে দক্ষিণসুনামগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন জানান, দুই আত্মীয়’র (বেয়াই বাড়ি) পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ