Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্ত ১৮৭০ জন

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড সংখ্যক এক হাজার ৮৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ১ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী ভর্তি ছিল ১ হাজার ৭১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায়, এ পর্যন্ত ঢাকার ৩৭টি সরকারি, বেসরকারি ও প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৪,৯৬৯ জন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগসহ মোট আট বিভাগে ভর্তি হওয়া মোট রোগী ২,৪২৯ জন।

জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪,৮০৪ জন। চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন ১৭,৩৩৮ জন।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা ৭,৩৯৮ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।

ঢাকা শহরের বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০৩ জন। এরমধ্যে ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছেন ৪০০ জন, ডেঙ্গু হেমোরেজিকে একজন আর ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন দুই জন।

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু আক্রান্ত ১৮৭০ জনবেসরকারি হাসপাতাল থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৮,৪৩২ জন। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছেন ১,৮৭২ জন।

ঢাকার বাইরের বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮১৭ জন। চিকিৎসা নিয়েছেন ৫,৭২৩ জন, ছাড়পত্র নিয়েছেন ৩,২৯৪ জন।

ঢাকা শহর ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হওয়া রোগী ২১৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৪৩জন।

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৬ জন।

চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪১৬ জন।

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২১জন।

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪২ জন।

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২১৫ জন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৯ জন এবং সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন, বর্তমানে মোট  চিকিৎসাধীন ৯৯ জন।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩৪ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৯৭ জন। মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২৮ জন। ঢাকা শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৮ জন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৬৯ জন। বিএসএমএমইউতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৬৩ জন। রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৫ জন। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৮০ জন। বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২৮ জন। সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৮৩ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩১৯ জন। বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৩ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৭৪ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ