Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেট ওসমানী মেডিকেলে বেড়েছে মহিলা ও শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা

সিলেট :: গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ৪জন মহিলা ও ৪জন শিশু ও। বাকি ৯জন পুরুষ। এবং এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন পাঁচজন রোগী। বর্তমানে ওসামানীতে চিকিৎসাধীন আছেন ৪৬ জন রোগী।

এর আগে গত কয়েকদিন ধরে বেশকিছু রোগী ওসমানী মেডিকেলে ভর্তি হলেও এদের মধ্যে বেশীরভাগই ছিলেন পুরুষ রোগী। তবে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা ও শিশু।

হাসপাতাল সুত্রে জানা গেছে, বর্তমানে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৪৬ জন রোগী। এদের মধ্যে পুরুষ ৩৬ জন, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু।

গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমানী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ