Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

একদিনে ওসমানী ছেড়ে বাড়ি ফিরেছেন ২৭ ডেঙ্গু আক্রান্ত রোগী

গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। তবে এখনো হাসপাতালে আরো ৩৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ, ২ জন মহিলা ও ৬ জন শিশু।

হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ২৭ জন। ফলে গতকাল হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ আছেন ৩৬ জন।

গত কয়েকদিন ধরে প্রতিদিনই নতুন রোগী আসার পাশাপাশি সুস্থ হয়ে ফিরছিলেন ২-৪ করে। তবে কালই প্রথম একদিনে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ফলে কমেছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১০৯ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ