Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

পবিত্র ঈদুল আযহা: পালিত হচ্ছে ত্যাগের উৎসব

আজ পবিত্র ঈদুল আযহা। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ (১২ আগস্ট) সিলেটসহ সারাদেশে উদযাপিত হচ্ছে ত্যাগের উৎসব মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুযায়ী পশু কোরবানি করছেন।

এর আগে, সকালে সিলেট সহ সারা দেশে লাখো লাখো মানুষ আদায় করেছেন পবিত্র ঈদুল আযহার নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ, জাতি ও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা।

এদিকে, সিলেট নগরীতে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।

শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন সিলেটের সিলেটের সাধারণ মানুষসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৮টায়।

প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ