Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

শাবি শিক্ষার্থী সাব্বির নিয়োগ পেলেন গুগলে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ সেশনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। ঈসমাঈল আগস্ট মাসের ১৯ তারিখে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিলেট সদর উপজেলায় তার জন্মস্থান।

বিভাগীয় প্রধান মো. জহিরুল ইসলাম বলেন, এটা নিঃসন্দেহ আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য আনন্দের।
জহিরুল ইসলাম আরো যোগকরেন, আমাদের বিভাগ থেকে এরকম কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী গুগল, ফেসবুক, আমাজনে কর্মরত আছে।

উল্লেখ্য, মো. ইসমাঈল সাব্বির শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য