Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১৩ জনের করোনা শনাক্ত

আজ শুক্রবার (১৫ মে) ৮৫টি নমুনা পরীক্ষায় সিলেট জেলায় আরও ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। বিষয়টি সিলেটটুডেকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, সিলেট ল্যাবে আজ শুক্রবার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ৫জন সিনিয়র স্টাফ নার্স, ১ ওয়ার্ডবয় রয়েছেন ও অন্যান্যদের মধ্যে সিলেট সদর উপজেলার ৬ জন এবং ওসমানীনগরের একজন।

এ নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে। তন্মধ্যে শুধু সিলেট জেলাতেই রয়েছেন ১১৬ জন করোনা আক্রান্ত রোগী।

এর আগে, বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২২টি নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছিল। তবে এই দুইজনের মধ্যে একজনের আগেই করোনা শনাক্ত ছিল। তাই এই একজন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৩৪৫ জন। আর আজকের ১৩ জন মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য