Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেটে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

সিলেটে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

সিলেটে একই দিনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এরা সবাই পুরুষ। গতকাল বুধবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন বালাগঞ্জ উপজেলার, একজন বিয়ানীবাজার উপজেলার ও অন্যজন সিলেট নগরীর বাসিন্দা।

জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের আবুল কাশেম (৪০) গত রাত দেড়টার দিকে মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে বুধবার রাত ১০টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, মঙ্গলবার তিনি করোনাক্রান্ত বলে শনাক্ত হন। আবুল কাশেম গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতেন ও তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

বালাগঞ্জের এক ব্যক্তি (৪৬) নিজ বাড়িতেই মারা গেছেন। এছাড়া সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরেকজন (৫৫)। তিনি শহরের বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে করোনাক্রান্ত ব্যক্তি কিভাবে উইমেন্স হাসপাতালে ভর্তি হলেন - এমন প্রশ্নে ডা. আনিস জানান, ওই ব্যক্তি কাল বুধবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় কালই পরীক্ষা করানো হয় এবং রাতে নিশ্চিত হওয়া যায় তিনি পজিটিভ। তবে এর আগেই তিনি মারা যান।

সিলেটে আজ পর্যন্ত করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য