Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেট বিভাগে আরও ৬৫ জন করোনা আক্রান্ত

সিলেট বিভাগে আরও ৬৫ জন করোনা আক্রান্ত

সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি হবিগঞ্জ জেলায়। এই জেলায় গত ২৪ ঘন্টায় আরও ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জের ২৫ জন ছাড়াও বাকি তিন জেলার মধ্যে সিলেট জেলায় ১২ জন, সুনামগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন। সিলেট জেলা ব্যতিত বাকি তিন জেলার আক্রান্তদের নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়। এনিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে।

সিলেট: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট টুডেকে জানান, বৃহস্পতিবার ১৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত ১১ জন। বাকি একজনের রোগীর দ্বিতীয়বার করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। আক্রান্তরা সিলেট নগর, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ঐ ব্যক্তি সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

হবিগঞ্জ: স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মকর্তাসহ হবিগঞ্জ জেলায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে আসা প্রতিবেদনে এই ২৫ জনের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাই উপজেলায় ২ জন, নবীগঞ্জে ৩ জন, বাহুবলে ২ জন এবং মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ১ জন করে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় বৃহস্পতিবার সাংবাদিক, চিকিৎসক, নার্সসহ নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একইদিনে পুরাতন ৫ জন রোগীর দ্বিতীয়বার করোনা শনাক্তের প্রতিবেদন এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।

তিনি জানান, শনাক্তদের মধ্যে বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন পুলিশ সদস্যও রয়েছেন। বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এসেছে। আক্রান্তদর মধ্যে পুলিশ সদস্য আছেন ২ জন। বাকি ৪ জনের মধ্যে তাহিরপুরের ৩ জন ও সদর উপজেলার ১ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য