Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬০২

একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬০২

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬শ দুই জন। এতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮শ ৭০ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরো নয় হাজার ৯৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৭৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরো এক হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ এবং চার জন নারী রয়েছে। ঢাকা বিভাগে ১২ জন, চট্রগ্রামে ৭ জন, সিলেটে ১ জন, রাজশাহীতে ১ জন।

তিনি বলেন, হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাসায় মারা গেছেন ৪ জন।

তিনি আরো বলেন, বয়সের বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মদ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১২ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫শ ৮৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য