Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেটে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে ৪০০


সিলেটে বিভাগে এখন পর্যন্ত ৪০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

শনিবার (১৬ মে) ৪১ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ২৫ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৪১ জন। এরপরে রয়েছে হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজারের ৬১ জন।


স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, গতকাল শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, একই দিন ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের চারজন রয়েছেন।

গত শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৯ জন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য