Header Ads

সিলেট টুডে: আমাদের জন্য লিখুন

সিলেটে করোনা আক্রান্ত ৬শ ছাড়িয়েছে

সিলেটে করোনা আক্রান্ত ৬শ ছাড়িয়েছে

সিলেট বিভাগে ৬শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ২৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৯ জন ও মৌলভীবাজারে ৮৩ জনকে শনাক্ত করা হয়েছে।

সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ১৫৯ জন করোনা  আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৯ জন।

জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাবিপ্রবির ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৬ জন পুরোনো রোগী। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৮ জন ও সুনামগঞ্জের একজন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া সিলেট টুডেকে জানান, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১৭৭ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে নতুন করে ১০৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য