26.8 C
Sylhet Division
Thursday, September 24, 2020

করোনা ভাইরাস: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ১২২

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে ও মৌলভীবাজারে আরও ১২২ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মারণ ভাইরাস করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪০৬ । এ সময়ে করোনায় আরও ৩ মৃত্যুর খবর পাওয়া গেছে। কোভিডে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন। এছাড়া বর্তমানে ২১৩ জন রোগী আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৭ জুলাই) কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আরও ১২২ জনের দেহে পাওয়া গেছে। এদের মধ্যে ৫২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১৪ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজারের ৩৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়। ফলে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬,৪০৬ জন। এই ৬ হাজার ৪০৬ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১৭ জন ও মৌলভীবাজারের ৮১৭ জন রয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়ছে। তাই মৃত্যুর সংখা বেড়ে হল ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৫ জন, মৌলভীবাজারে আটজন, সুনামগঞ্জে বারোজন ও হবিগঞ্জে আটজন। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট জেলার দু’জন ও সুনামগঞ্জের একজজন মারা গেছেন।

২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ২১৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৯০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২৫ জন।

এদিকে সিলেট বিভাগে আগে থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ৫০ জন ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া মোট ২ হাজার ৫৪৫ সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭৫২ জন, সুনামগঞ্জে ৯১৮ জন, হবিগঞ্জে ৪৬৬ জন ও মৌলভীবাজারে ৪০৯ জন।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট টুডেকে বলেন, একদিনে ঢাকার ল্যাব ও সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগে নতুন করে আরও ১২২ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এসময়ে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশে করোনা পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আরও ৫১ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৪ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭৬২ জন।

সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭। এদের মধ্যে মারা গেছে ২ হাজার ৫৪৭ জন। আর আক্রান্ত হয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। যা গতকাল ছিল ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম দেশে একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিনই দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

নগরীতে মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সিলেট নগরীতে মর্মান্তিক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক মৃত্যু হয়েছে। নগরীর সওদাগরটুলাস্থ হারুন পার্টিকেল স্টোরের...

নগরীতে পুলিশের স্ত্রীর লাশ উদ্ধার

সিলেট নগরীর মজুমদারীস্থ এরশাদ কুটির ৮ নম্বর বাসা থেকে সানন্দা মল্লিক নামের ৩০ বছরের এক গৃহবধূর ঝুলন্ত...

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আর নেই

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার...

বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের...

এ বিভাগের আরো খবর

নগরীতে মর্মান্তিক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সিলেট নগরীতে মর্মান্তিক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিক মৃত্যু হয়েছে। নগরীর সওদাগরটুলাস্থ হারুন পার্টিকেল স্টোরের...

নগরীতে পুলিশের স্ত্রীর লাশ উদ্ধার

সিলেট নগরীর মজুমদারীস্থ এরশাদ কুটির ৮ নম্বর বাসা থেকে সানন্দা মল্লিক নামের ৩০ বছরের এক গৃহবধূর ঝুলন্ত...

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আর নেই

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার...

বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের...